৩ বন্দি কিশোর হত্যা মামলার আসামি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আট বন্দিকে জিজ্ঞাসাবাদ শেষ করছে পুলিশ। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা কেন্দ্রের ভিতর তাদের জিজ্ঞাসাবাদ শেষ করেন। ২৯ আগস্ট শনিবার থেকে কেন্দ্রের ভেতর আলাদা কক্ষে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি। কখনো একজনকে একাকি অথবা কয়েকজনকে এক সাথে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। এবার আদালতে ঘটনায় আহতদের জবানবন্দি গ্রহনের জন্য মঙ্গলবার আদালতে আবেদন করেছেন তিনি।
আদালত সূত্র জানায় গত বৃহস্পতিবার তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি ৮ বন্দি কিশোরকে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন। তারই প্রেক্ষিতে আটক মোহাম্মদ আলী, খলিদুর রহমান তুহিন, মনোয়ার হোসেন রানা, ইমরান হোসেন, আনিসুজ্জামান আনিস, রিফাত আহমেদ, শিমুল পলাশ ও হুমাইদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত কর্মকর্তা। পরে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবারই যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নির্যাতনের শিকার ১৫ বন্দি কিশোরের জবানবন্দি গ্রহণের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালতে আবেদন জানানো হয়। তবে এদিন আদালত কোনো আদেশ দেয়নি বলে আদালত সূত্র জানায়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, আট কিশোরকে জিজ্ঞাসাবাসে গুরুত্বপূর্ন তথ্য উঠে এসেছে। যা তদন্তের স¦ার্থে গোপন রেখে তিনি আরো বলেন,
৩ বন্দি কিশোর নিহতের সময় ১৫ জন আহত হয়ছিল। তারা নিজেরা প্রত্যক্ষদর্শী এবং তারাও নির্যাতনের শিকার হয়েছিলো। সে কারণে তাদের জবানবন্দি পাওয়াটা এখন গুরুত্বপূর্ন। যেহেতু তারা অন্য মামলার আসামি ও শিশু উন্নয়নকেন্দ্রে আটক আছে। ফলে আদালতে তাদের জবানবন্দি গ্রহনের জন্য আবেদন জানিয়েছি। তাদের দেয়া ঘটনার বর্ণনাতে আরো কিছু তথ্য উদঘাটন হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ৩ বন্দি কিশোর হত্যা মামলার আসামি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ বন্দিকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে মঙ্গলবার। এরআগে আটক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার আহতদের জবানবন্দি গ্রহনের জন্য আদালতে আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
নির্যাতিত ১৫ বন্দি হলেন,লালমনিরহাটের মোস্তফা কামাল হৃদয়, যশোরের ছোট হৃদয়, আব্দুল্লাহ আল মাহিম, মারুফ ওরফে ইশান, রাকিব, গোপালগঞ্জের পলাশ, নড়াইলের সাব্বির হোসেন, বগুড়ার সাব্বির প্রামাণিক, ভারতের নাঈম খান ওরফে তামিম ফকির, চুয়াডাঙ্গার পাভেল, নোওয়াখালীর জাবেদ হোসেন, খুলনার আরমান খলিফা, বাগেরহাটের লিমন খান, নাটোরের সাকিব খান ও বগুড়ার রূপক।
রাতদিন সংবাদ