- Advertisement -
আজ যশোরে কেউই করোনা শনাক্ত হয়নি। করোনা প্রাদুর্ভাবের পর রোগী শনাক্ত না হওয়াটা আজই প্রথম । এদিন যবিপ্রবি থেকে ৮ টি ও খুমেক থেকে ৫ টি নমুনার ফলাফল এসেছে তার সবগুলোই নেগেটিভ। সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯শ২৮ জন। সুস্থ্য হয়েছেন ৩৪শ’২৯জন। এদিকে যশারে করোনায় আরো মৃত্যু হয়েছে ৪৬ জনের।
রাতদিন সংবাদ
- Advertisement -