ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে এবার অ্যাকশনে গেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটরচালিত যান্ত্রিক রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাজধানীর নগরভবনে রাজস্ব আদায়সংক্রান্ত এক বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। অভিযান পরিচালনা সম্পর্কে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ঢাকায় যানবাহনে শৃঙ্খলা আনতে মেয়র আগামী ৫ অক্টোবর থেকে অবৈধ যন্ত্রচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। অভিযান পরিচালনার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে গত ১৩ সেপ্টেম্বর হতে ডিএসসিসি রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন-নবায়ন আবেদনের কার্যক্রম শুরু করে।
অনলাইন ডেস্ক
- Advertisement -