Tuesday, September 10, 2024

আইনজীবী জাফর সাদিকের ভাই ঠিকাদার নেন্টুর মৃত্যু

- Advertisement -

যশোরের বিশিষ্ট রাজনীতিবীদ অ্যাডভোকেট জাফর সাদিকের ছোট ভাই ঘোপ জেল রোডের বাসিন্দা ঠিকাদার রাজে উদ্দীন আহম্মেদ নেন্টু(৬৯) মৃত্যু বরণ করেছেন (ইন্না নিল্লাহি—রাজিউন)। সোমবার সন্ধা ৬টায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। নিহতের ভাই জাফর সাদিক জানান, কোরবানী ঈদের দিন নেন্টু যশোর থেকে করোনায় আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। একপর্যায় তিনি করোনা মুক্ত হন। কিন্তু স্বাসকষ্ট সমস্যা থেকেই যায়। এরপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। সেখানথেকে তার অবস্থার অবনতি হলে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলরোড জামে মসজিদের সামনে ১ম জানাজা ও পরে জন্মস্থান নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
নিহত নেন্টুর বড় মেয়ে ডাক্তার ফারজানা ইয়াসমিন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জন ও ছোট মেয়ে আর্কিটেকচার ফারজানা ইয়াসমিন ঢাকায় বসবাস করেন। ডাক্তার ফারজানা ইয়াসমিন রাত সাড়ে ১২ টার সময় রাতদিন নিউজকে জানান, বাবার লাশ নিয়ে তারা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত