Wednesday, September 18, 2024

অসামাজিক কাজে লিপ্ত থাকায় পুলিশ ও ব্যাংক কর্মচারীকে গণধোলাই

- Advertisement -

আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়ায় প্রবাসী শাহিন শেখের বাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মোঃ জুবায়ের হোসেন নামের এক পুলিশ সদস্য ও মোঃ রফিক শেখ নামের ফুলবাড়ীগেট জনতা ব্যাংক শাখার একজন কর্মচারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।স্থানীয়রা জানিয়েছে, তেলিগাতী মধ্যপাড়ার আব্দুল জলিল শেখের পুত্র ওমান প্রবাসী শাহিন শেখের স্ত্রী সোনিয়া (২৬) এর বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুটি কক্ষ থেকে সোনিয়া(২৬), নাজমা বেগম(৪০), পুলিশ সদস্য জুবায়ের হোসেন(২৮) ও ফুলবাড়ীগেট জনতা ব্যাংকের অস্থায়ী কর্মচারী (পিয়ন) মোঃ রফিক শেখ(৩০) কে স্থানীয় জনতা আটক করে।কয়েকদিন বাড়ীটিতে রাতে অপরিচিত দু’জনের আনাগোনা দেখে সন্দেহ হয়। এলাকাবাসী বাড়ীটি নজরদারীতে রাখে। ৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় ওমান প্রবাসী শাহিন শেখের স্ত্রী এক সন্তানের জননী সোনিয়ার কক্ষে মাগুরায় কর্মরত পুলিশের এক সদস্য মোঃ জুবায়ের হোসেনকে এবং পাশের অপর একটি কক্ষে সোনিয়ার চাচী শাশুড়ী পাঁচ সন্তানের জননী নাজমা বেগম(৪০) কে ফুলবাড়ীগেট জনতা ব্যাংকের অস্থায়ী কর্মচারী(পিয়ন), শিরোমণি দক্ষিণপাড়ার ইন্তাজ শেখের পুত্র রফিক শেখের সাথে আপত্তিকর অবস্থায় ধরে তাদেরকে গণধোলাই দেয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। সূত্র জানায় সোনিয়ার সাথে জুবায়েরের দু’মাস আগে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরে সোনিয়ার আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর জুবায়ের ছুটি নিয়ে সোনিয়ার বাড়ীতে আসে একই সাথে নাজমা বেগমের আমন্ত্রণে রফিকও এখানে আসে। বাড়ীর অন্য সদস্যদের অনুপস্থিতিতে অপরিচিত দু’জনকে রাতে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়। বুধবার রাতে তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশে দেওয়া হয়।

খুলনা প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত