করোনায় আক্রান্ত আলম হোসেনের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আলম হোসেনের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বনিফেস রোববার দুপুরে অসহায় আলম হোসেনের পরিবারের পাশে দাঁড়ায়। চাল, ডাল, তেল, লবণ, বিভিন্ন প্রকারের ফল ও তরকারিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আলম হোসেনের হাতে তুলে দেয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, মোয়াজ্জেম হোসেন, গোলাম মোস্তফা মুন্না, মনিরুজ্জামান মনির, কেএম রফিক। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন বনির উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শাওন, আলমগীর হোসেন, শফি,আলমগীর হোসেন, মিলন হোসেন প্রমুখ। প্রসঙ্গত. প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বনিফেস সমাজের অবহেলিত মানুষের পাশেঁ দাড়িয়েছে। শিক্ষা উপকরণ, শীতকালীন বস্ত্র, দুস্থদের আর্থিক সহযোগিতা, বৃক্ষ রোপনণসহ নানা ধরণের সামাজিক কাজ করছে। এছাড়া লকডাউনের মধ্যে করোনা শনাক্ত পরিবার ও অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, আর্থিক সহযোগিতা করছে।
রাতদিন সংবাদ