- Advertisement -
অভয়নরগ (যশোর) প্রতিনিধি-অভয়নগরে রোটারেক্ট ক্লাব অব কালিগঞ্জের পক্ষ থেকে আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর আই পি ডি আর আর রোঃ আবুক্কর সিদ্দিক রুপম কে লাল গালিচা সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে নওয়াপাড়া বাজারের মজুমদার ভবনে রোটারেক্ট ক্লাব অব কালিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও এ ডি আর আর রোঃ মাহমুদুল হাসান রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সি পি অভিজিৎ সাহ্, ফাউন্ডেশন কমিটির কোঅডিনেটর মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি পি পি হাফিজুর রহমান, পি পি মাহাবুবুর রহমান তামিম, ক্লাব সভাপতি রাজু আহম্মেদ, সেক্রেটারি মঈন উদ্দিন, ক্লাব সার্ভিস ডিরেক্টর জাকির হোসেন হৃদয় সহ ইনটারেক্ট রোটারেক্ট সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
- Advertisement -