যশোরের অভয়নগরে স্ত্রীকে ভারতে পাচারের পর খারাপ স্থানে বিক্রির দায়ে স্বামী উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। স্ত্রী নিজেই যশোরের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেছেন। ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১২ সালের ২০ মার্চ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের মালেক শিকদারের ছেলে উজ্জ্বল শিকদারের সঙ্গে তার বিয়ে হয়। সংসারের উপার্জন বাড়াতে উজ্জ্বল তাকে ফুঁসলিয়ে ২০১৮ সালের ২১ মার্চ বিনা পাসপোর্টে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। প্রায় দুই বছর রাজস্থানে থাকার পর চলতি বছরের ২ ফেব্রয়ারী উজ্জ্বল তাকে ব্যাঙ্গালোর নিয়ে এসে একটি খারাপ স্থানে বিক্রি করে পালিয়ে যান। সেখানে ২৩ দিন মানবেতর জীবন শেষে ২৫ ফেব্রয়ারী দারোয়ানের সহযোগিতায় চোরাই পথে বেনাপোল হয়ে দেশে ফিরে আসেন ওই বধূ। মামলায় বাদী আরও উল্লেখ করেছেন, উজ্জ্বল ও তার ভাই অনেক মেয়েকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে বিদেশে পাচার করে অর্থ উপার্জন করেন। শুভরাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহামুদুর রহমান মোল্লা জানান, বর্তমানে উজ্জ্বল শিকদার তার বাবা-মা ও ভাইদের নিয়ে ইছামতি বাজার সংলগ্ন পাগলের মেলা প্রাঙ্গণের পাশে পাকা বাড়ি করে বসবাস করছেন। প্রতিদিন তার বাড়িতে বহিরাগত অনেক নারী-পুরুষকে আনাগোনা করতে দেখা যায়।
রাতদিন সংবাদ