Monday, September 16, 2024

অভয়নগরে দুই কেজী গাঁজা সহ ব্যবসায়ী আটক

- Advertisement -

অভয়নগরে খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে। লিটন হোসেন সরদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আবুল বাশার বিশ্বাস (৪৫) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে।শুক্রবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে পৃথক এ অভিযান চালানো হয়। আটক লিটন হোসেন কোটা গ্রামের পূর্বপাড়ার সানোয়ার হোসেন সরদারের ছেলে। পলাতক আবুল বাসার বিশ্বাস একই গ্রামের মধ্যপাড়ার মৃত আজগার আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের বকুলতালা নামক স্থানে অভিয়ান চালানো হয়। এসময় রুস্তম আলী তরফদারের মুদী দোকানের সামনে থেকে লিটন হোসেন সরদারকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।পরে একই গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আবুল বাশার বিশ্বাসের বাড়ি থেকে এক কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়। প্রশাসনের আগমনের খবর পেয়ে আবুল বাশার পালিয়ে যায়। পৃথক অভিযানে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আটক লিটন হোসেন সরদার ও পলাতক আবুল বাশার বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৭ ও ১৮।

অভয়নগর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত