Wednesday, September 18, 2024

অবঃশেষে সুন্নিয়তের বিজয়, জামিনে মুক্তি পেল মাওলানা আলাউদ্দিন জিহাদী

- Advertisement -

আজ আসরের নামাজের কিছু পূর্বে নারায়ণ গঞ্জ জেলা কেন্দ্র্র্রীয় কারাগর হতে জামিনে মুক্তি পান মুফতি মাওলানা আলাউদ্দীন জিহাদী।মুক্তি পেয়ে তিনি সকল পীর মাশায়েক ও সুন্নি তরিকতপন্তি মোমিন মুসলমান ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন সরাসরি সবার সাথে দেখা না করতে পারায় আমি আন্তরিক ভাবে দুঃখিত্ব। প্রশাসনের প্রতি সম্মান জানিয়েই তিনি মেইন ফলক দিয়ে বের না হয়ে অন্য পাশ দিয়ে বের হন।সবাই কে উদ্দেশ্য করে বলেন,পীর যার যার  সুন্নিয়ত সবার।তাই বৃহত সুন্নিয়তের স্বার্থে আর কাল ক্ষেপন না করে সবাই কে এক হয়ে দয়াল নবীর সত্য তরিকা তথা সুন্নিয়তের পতাকাতলে কাজ করার আহব্বান জানান ।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত