বলিউডের কালজয়ী সিনেমা ‘করন-অর্জুন’। আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়। ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এটি। খবর : বলিউড হাঙ্গামা
বলিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘করন-অর্জুন’। রাকেশ রোশন পরিচালিত এ সিনেমাটি ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল।
সিনেমার গল্পে দুই ভাই এবং তাদের মায়ের মধ্যে এক অদ্ভুত বন্ধন দেখানো হয়েছিল। যে বন্ধন কোনো নির্দিষ্ট সময়ের কিংবা শুধু একটি জনমের নয়, চিরকালের।
সিনেমাটির মুক্তির বিষয়ে ২৮ অক্টোবর সালমান খান তার ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘করন-অর্জুন সিনেমায় রেখা জি একদম ঠিক বলেছিলেন, যে আমার ‘করন-অর্জুন’ আসবে। তাই নভেম্বরের ২২ তারিখ আবার সিনেমা হলে আসছে।’ এরপর সিনেমার একটি টিজার শেয়ার করেছেন ভাইজান।
সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কাজল এবং সালমান খানের বিপরীতে মমতা কুলকার্নি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। তাদের মায়ের চরিত্রে অভিনয় করেন রেখা আর খলনায়কের চরিত্রে ছিলেন অমরেশ পুরী।