Tuesday, December 3, 2024

পরীমনির বাড়িতে শিক্ষার্থীদের ভিড়!

- Advertisement -

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি এই মুহূর্তে শুটিং ছেড়ে নানান কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে যে কাজেই ব্যস্ত থাকেন না কেন সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। প্রায়ই ব্যক্তিজীবনের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন এই নায়িকা।বর্তমানে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে নিজ জন্মস্থান বরিশালে আছেন তিনি।সেখান থেকে একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছেন পরী।

মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন নায়িকা। ভিডিওটিতে দেখা যায়, পরীমনির বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন।তারা নায়িকাকে এক নজর দেখার জন্য উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’এরপরই তাদেরকে বিকালে আসার কথা বলেন তিনি।তার কথায় বিকালে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিল না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও।

পরে সবার সঙ্গে সেলফি তোলেন পরী। এ সময় নায়িকার দুই সন্তানের সঙ্গেও সাক্ষাৎ হয় সবার। ছবি তোলা শেষে পরীর ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’

এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কমেন্টস বক্সে পরীকে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্ত-অনুরাগীরা।

 

অনলাইন ডেস্ক/এহসান জামিল-১৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত