টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি দেখানো হবে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে।
আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রি’তে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হবে ছবিটি। সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন এটি।
আগামী ২ অক্টোবর শুরু হতে যাচ্ছে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। উৎসবে মেহজাবীন, মোস্তফা মন্ওয়ার ও মাকসুদ হোসেনের অংশ নেওয়ার কথা রয়েছে।
এবারের আসরে ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ৭৭তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা আলোচিত কয়েকটি চলচ্চিত্র রয়েছে। এরমধ্যে অন্যতম হলো গ্রাঁ প্রিঁ জয়ী ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা চলচ্চিত্র হওয়া গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’, আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত যুক্তরাজ্যের সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ ও ভিয়েতনামের চোং মিন কুই পরিচালিত ‘ভিয়েত অ্যান্ড নাম’, ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি অ্যাওয়ার্ড জয়ী জাপানের ইয়ামানাকা ইয়োকোর ‘ডেজার্ট অব নামিবিয়া’, ক্রিটিকস’ উইকে ফ্রেঞ্চ টাচ প্রাইজ অব দ্য জুরি জয়ী যুক্তরাষ্ট্রের কনস্ট্যান্স সাং পরিচালিত ‘ব্লু সান প্যালেস’, এসিআইডি বিভাগে নির্বাচিত ভারতের মায়সাম আলির ‘ইন রিট্রিট’, ক্যামেরা দ’র পুরস্কারে স্পেশাল মেনশন স্বীকৃতি পাওয়া তাইওয়ানের চিয়াং ওয়ে লিয়াং পরিচালিত ‘মনগ্রেল’।
‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে গুরুত্বপূর্ণ দুই উৎসব বার্লিন ও ভেনিসের চলচ্চিত্র রয়েছে। এগুলো হলো ভেনিস হরাইজন্স এক্সট্রা অডিয়েন্স অ্যাওয়ার্ড জয়ী ইরানের নাদের সাইভার পরিচালিত ‘দ্য উইটনেস’ ও হরাইজন্স বিভাগে নির্বাচিত নেপালের দীপক রাউনিয়ার পরিচালিত ‘পূজা, স্যার’, বার্লিন উৎসবে মূল প্রতিযোগিতারর ফিপরেসি প্রাইজ জয়ী ইরানের মরিয়ম মোগাদ্দাম ও বেহতাশ সানায়িহা ‘মাই ফেভারিট কেক’।
২০২২ সালে বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় ‘সাবা’। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ছবিটি। টরন্টোর স্কটিয়াব্যাংকে গত ৭ সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর আগেই সাংবাদিকদের জন্য ছিল একটি প্রদর্শনী। একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এই সিনেমার আরও দুটি টিকিট প্রদর্শনী হয়েছে। সবকটি’তে অংশ নিয়েছেন মেহজাবীন, ছবিটির অভিনেতা মোস্তফা মন্ওয়ার ও পরিচালক মাকসুদ হোসেন।
‘সাবা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজক তিনি। ১ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের গল্পটিতে দেখা যায়, ২৫ বছর বয়সী সাবা ঢাকায় মাকে নিয়ে থাকে। তার মা শিরিন একটি দুর্ঘটনার পর শয্যাশায়ী হয়ে পড়েন। সংসারের হাল ধরতে চাকরি করে সাবা। এদিকে শিরিন হার্ট অ্যাটাক করলে তার চিকিৎসার ব্যয় মেটানো সাবার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। মায়ের অস্ত্রোপচারের জন্য টাকা কীভাবে জোগাড় করবে সেসব ভেবে দিশেহারা হয়ে যায় সাবা। এরমধ্যে মেয়েটির জীবনে আশার আলো হয়ে আসে অঙ্কুর।
পরিচালক মাকসুদ হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতে। ফিল্ম নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে বাংলাদেশে স্থায়ী হন তিনি। ১৫টি শর্টফিল্ম ও দুই শতাধিক বিজ্ঞাপনচিত্র বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। এছাড়া টেলিফিল্ম ‘৭২ ঘণ্টা’ পরিচালনা ও প্রযোজনা করেন তিনি।
-অনলাইন ডেস্ক