Tuesday, September 10, 2024

চিরনিদ্রায় শায়িত সাদেক বাচ্চু

- Advertisement -

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চু। বাদ মাগরিব কবরস্থান সংলগ্ন মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘বাদ মাগরিব জনাজা শেষে বাচ্চু ভাইয়ের কবর খিলগাঁও ঝিলপার পারিবারিক কবরস্থানে হলো।’ এর আগে বিকেল ৩টার দিকে সাদেক বাচ্চুর মরদেহ গোসলের জন্য হাসপাতাল থেকে আল মারকাজুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় তালতলা কবরস্থান সংলগ্ন মসজিদে।করোনা আক্রান্ত সোমবার বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চু। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত