Tuesday, October 15, 2024

কেয়া পায়েলকে নিয়ে সিনেমা ‘আয়নাঘর’

- Advertisement -

সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা আয়নাঘর নিয়ে সিনেমা হচ্ছে। কেয়া পায়েলকে নিয়ে এটি নির্মাণ করছেন জয়নাল আবেদিন জয় সরকার। এই জুটি এর আগে প্রথম সিনেমা করেন ২০১৯ সালে। নাম ছিলো ‘ইন্দুবালা’। নতুন ছবিটির নামও ‘আয়নাঘর’।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় এসেছে আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষগুলোর গল্প শুনে পুরো দেশ প্রায় স্তম্ভিত হয়ে আছেন।

কেয়া পায়েল সেই অনুভূতি আর সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত জানিয়েছেন জয় সরকার। এরমধ্যে পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট।

জয় সরকার বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়ে এবারের ছবিটিও বানাতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। যদিও সেসব এখনও চূড়ান্ত করিনি। এখন গল্প লিখছি।’

কেয়া পায়েল নির্মাতা জানান, চিত্রনাট্য লেখার পাশাপাশি আয়নাঘরে বন্দী কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি গল্পটি সাজানোর চেষ্টা করছেন। নির্মাতার ভাষায়, ‘আমি চাই সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে আয়নাঘরে।’ অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং করার ছক এঁকেছেন নির্মাতা।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত