কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুক্রাবার জানান, তিনি ও তার বাবা-মা এবং স্বামী করোনা আক্রান্ত। তবে আড়াই মাস বয়সের কোয়েলের পুত্র সন্তানের করোনা নেগিটিভ। কিন্তু কেমন আছেন কোয়েলসহ তার পরিবারের আক্রান্ত সদস্যরা?
ভারতীয় গণমাধ্যমকে রঞ্জিত মল্লিক জানান, একদম সুস্থ রয়েছি আমরা। চিন্তার কোনো কারণ নেই। করোনা হলেই যে ভয় পেতে হবে, তেমনটা নয়। তবে এই সময় সচেতন থাকা খুব জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলতে হবে। মনের জোরটাই আসল। অকারণ ভয় পেলে হবে না। আমি এবং পরিবারের সবাই অবশ্যই সুস্থ হয়ে যাবো।
এই মুহূর্তে কোয়েল মল্লিকের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে বালিগঞ্জের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়েলের পুত্র সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সে পুরোপুরি সুস্থ। আপাতত কোয়েলের শ্বশুর-শাশুড়িই তাদের নাতির দেখভাল করছেন। প্রসঙ্গত, ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর গত ৫ মে এ দম্পতির সংসার আলো পুত্র সন্তানের জন্ম হয়।
অনলাইন ডেস্ক