শিশুশিল্পী হয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী সারা অর্জুন। এরপর কাজ করেছেন তামিল এবং বলিউড ইন্ডাস্ট্রির বেশকিছু সিনেমায়। তবে কখনো প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার। এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বলিউড অবিনেতা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। খবর : ফার্স্ট পোস্ট
যদিও সারার কাস্টিংয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমটির তথ্যমতে এটি একটি স্পাই থ্রিলার সিনেমা হতে যাচ্ছে। যা নির্মাণ করবেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাই’ খ্যাত নির্মাতা আদিত্য ধর। তার এই সিনেমাতেই অর্ধেক বয়সের নায়িকা সারা অর্জুনের সঙ্গে রোমান্স করতে দেখো যাবে রণবীরকে। এমনটি নিশ্চিত করে ভারতীয় সাংবাদিক রাহুল রাউত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ। রণবীর সিং নির্মাতা আদিত্য ধরের স্পাই থ্রিলার সিনেমায় রোমান্স করবেন ১৯ বছর বয়সের অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে।
নির্মাতার নজরে সারা আসেন তার ‘পোন্নিয়্যান সেলভান ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে। এরপরই নির্মাতার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সবকিছু ঠিকঠাক খাকলে এবার প্রথমবারের মতো তাকে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
রণবীর ছাড়াও বিগ বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে সঞ্জয় দত্ত, আর মাধবন, এবং অর্জুন রামপালের মতো অভিনেতাদের। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।
অনলাইন ডেস্ক