Wednesday, September 18, 2024

অমর নায়ক সালমান শাহ’র ২৪ তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisement -

আজ ৬ সেপ্টেম্বর, জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ২৪ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের আজকের এই দিনে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ১১/বি, ইস্কাটন প্লাজার বাসায় নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।সালমান শাহ এর মৃত্যুর পর তার স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদসহ মোট ১১ জনের বিরুদ্ধে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করে সালমান শাহ এর পরিবার। এই মামলায় অভিযুক্ত বাকি ৯ আসামী হলেন- সালমান শাহর শ্বাশুড়ি লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইজ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম।১৯৭১ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় পিতা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন সালমান শাহ্‌। পরিবারের বড় ছেলে সালমান শাহের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। কিন্তু চলচ্চিত্র জগতে এসে তিনি ‘সালমান শাহ’ নামে পরিচিত হন। ১৯৯২ সালের ১২ আগস্ট তিনি বিয়ে করেন।সালমান শাহ প্রথম অভিনয় জগতে পা দেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে। মৌসুমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই দর্শকপ্রিয়তা পেয়ে সারা দেশে আলোচিত হয়ে ওঠেন। সালমান শাহ মোট ২৭ টি ছবিতে অভিনয় করেছেন। তার বিপরীতে নায়িকা হিসেবে সবচেয়ে বেশি ছবিতে ছিলেন শাবনূর (১৪টি)।২৪ বছরেও এই গুণী অভিনেতার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি।

অনলা্ইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত