স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পরিচালক শম্পা রহমানকে।
শনিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শম্পা রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
রাতদিন-অনলাইন ডেস্ক-