Monday, October 14, 2024

নড়াইলের কালিয়ার বুড়িখালীতে বিএনপির কার্যালয় ভাঙচুর! গুলিবিদ্ধ সহ আহত ২

- Advertisement -

 নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলার বুড়িখালি গ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় উভয় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন দুইজন। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় আধিপাত্যতে কেন্দ্র করে সংঘর্ষে নড়াইলে কালিয়ায় হেকমত শেখ (৩৬) কে টেটা বিদ্ধ ও মোঃ আমিনুর গাজী (৩৭) কে গুলি বিদ্ধ করেছে প্রতিপক্ষ ।

বৃহস্পতিবার  রাত ৭টার সময় কালিয়া উপজেলার বুড়িখালী বাজারে এ হামলার শিকার হেকমত শেখ ও মোঃ আমিনুর গাজীকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটাপন্ন্ অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ও তার স্বজনরা জানায়, পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় আধিপাত্য কেন্দ্র করে বি এন পি সর্মথিত আকুবর শেখ ও আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের মধ্যে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার  বিকালে বি এন পি সর্মথিত আকুবর শেখ বুড়িখালী বাজারে বি এন পি অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করে। মিটিং শেষে সন্ধ্যার পরে বি এন পির অফিস থেকে বের হলে আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের সহযোগিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেকমত শেখকে টেটা বিদ্ধ ও মোঃ আমিনুর গাজীকে গুলি বিদ্ধ করে ।

পরে স্বজনরা গিয়ে তাদেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রেরণ করে। হেকমত শেখ বুড়িখালী গ্রামের মনজু শেখের ও আমিনুর গাজী একই গ্রামের কওসার গাজীর ছেলে। এ ঘটনার জেরে বুড়িখালী বি এন পির অফিস সহ ৪/৫টি দোকান ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার শরীফ মোহাম্মদ হাসান বলেন, একজনের হাতে টেটা বিদ্ধ অপর জনের গুলি বিদ্ধ হয়েছে কিনা তা এক্সরে রির্পোট ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন। তিনি আরো বলেন, এলাকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত