Friday, October 4, 2024

৬০০ আসামী নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুর মামলা

- Advertisement -

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার  রাতে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদরাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এরপর মালিবাগ এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটিরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। আন্দোলকারীদের নিবৃত্ত করতে পুলিশ শর্টগান, গ্যানগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।উল্লেখ্য, গত ৫ আগস্টের পর নড়াইল জেলায় পুলিশ বাদী হয়ে এটিই প্রথম মামলা।

অনলাইন ডেস্ক।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত