Thursday, October 3, 2024

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের

- Advertisement -

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুই শ্রমিক হলেন- উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০) ও রুহুল আমিন (২৮)।

স্থানীয়রা জানান, আশরাফ ও রুহুল আমিন কৃষি শ্রমিক ছিলেন। তারা আজ বিকেলে মাঠে কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন তারা। ফেরার পথেই বজ্রপাত হলে গুরুতর আহত হন দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন বজ্রপাতে মারা যাওয়া দুই পরিবারকে আর্থিক সহায়তা দিবে।

অনলাইন ডেস্ক ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত