অসহায় অন্ধ মানুষদেরকে এক বেলা খাইয়ে সামাজিক সচেতন সংস্থা (সাসস) এবার তাদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ।
বুধবার সংগঠনের পক্ষ থেকে যশোর শহরের ঘোপ জেল রোডস্থ অন্ধ সংস্থা পরিচালিত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের দুপুরের খাবার খাওয়ানো হয়।
খাবারের মধ্যে ছিলো, গরুর মাংস, সাদা ভাত, ডাল এবং প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলাম।
এর আগে অন্ধ সংস্থা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মানবিক কাজের জন্য গড়ে ওঠা সংগঠনস সাসস যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা ও দৈনিক স্পন্দন পত্রিকার চিফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অন্ধ সংস্থার পরিচালক মাওলানা মোক্তার আলী। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোক্তার হোসেন।
এছাড়া বিকেলে ভৈরব নদের পাড়ে সাসসের পক্ষ থেকে বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-১৪