Tuesday, October 15, 2024

নড়াইলে সাংবাদিকের অভনব কায়দায় টাকা মারার কৌশল

- Advertisement -

নড়াইল প্রতিনিধি:সৈয়দ সজিব রহমানের বিরুদ্ধে অস্বীত্বহীন প্রেসক্লাবের নামে দেড় লক্ষ টাকা অনুদান গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। সময় টিভির প্রভাব খাটিয়ে সিটি প্রেসক্লাব নামে একটি ভূয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জেলা পরিষদ থেকে এ অনুদান নেয়া হয়।

জানাগেছে, সিটি প্রেসক্লাব নড়াইল নামে একটি প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয় প্রকল্পের বিপরতী ২০২৩-২৪অর্থ বছরে জেলা পরিষদের রজস্ব খাত থেকে দেড় লক্ষ (১,৫০,০০০) টাকা বরাদ্দ অনুমোদন দেয়া হয়। প্রকল্প বাস্তবায় কমিটির সভাপতি সৈয়দ সজিব রহমান আলমারি, চেয়ার টেবিল ও কম্পিউটার ক্রয়ের কথা বলে উক্ত বরাদ্দের প্রথম কিস্তি ৭৫হাজার টাকার চেক গত ২৫সেপ্টেম্বর (বুধবার) নিজ সহি সম্পাদনে বুঝে নিয়েছেন। এদিকে অস্বীত্বহীন প্রেসক্লাবের নামে অনুদান উত্তোলনের পর বিস্মিত হয়েছেন নড়াইলের সাংবাদিক মহল । এমন মিথ্যাচারের নিন্দা তারা জানিয়েছেন।

জেলার সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, এম মনির চৌধুরী, মোস্তফা কামাল, জহির ঠাকুরসহ অনেকে  সিটি প্রেসক্লাব নামে কোন প্রেসক্লাবের অস্বীত্ব নেই জানিয়ে ভূয়া নাম ব্যবহার করে টাকা নেয়ার সমালোচনা করে বলেন, সাংবাদিকদের এমন অনৈতিক কর্মকান্ডের ফলে মহান এ পেশার প্রতি ক্রমে মানুষ আস্থা হারিয়ে ফেলছে।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে,তিনি সিটি প্রেসক্লাব ভূয়া প্রতিষ্ঠান বলে প্রতিয়মান হলে টাকা ফেরত নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত