মাগুরা প্রতিনিধিঃ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে সম্মিলিত সনাতনী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার ৬ সহস্রাধিক মানুষ এতে অংশ নেয়। সমাবেশে সীমান্ত সরকার, উৎস্য দত্ত, অঙ্কন পাল, পলি শিকদার, পৃথা সরকার বক্তব্য রাখেন।
এসময় তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বিগত দিনে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচার হলে দুর্বৃত্তরা এই নারকীয় কর্মকাণ্ড চালাতে সাহস পেতো না। সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং অব্যাহত চাঁদাবাজী বন্ধের দাবি জানান।
আর কে-০১
- Advertisement -