Saturday, October 12, 2024

শার্শার নবাগত ইউএনওর সাথে বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোঃ শাহারুল ইসলাম রাজ (বাগাআঁচড়া) শার্শা প্রতিনিধিঃ শার্শা উপজেলার নবগত নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি এর আগে মেহেরপুর সদর উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সৌজন্য সাক্ষাত, ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করেন।মত বিনিময় সময় শার্শা উপজেলাধীন বাগাআঁচড়া ইউনিয়নের সাত মাইল পশুহাট নিয়ে মতবিনিময় করে পশুহাটটি বাগাআঁচড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস ও বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে পরিচালনা করার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান মনি, শাহাবুদ্দিন, ডাক্তার রফিকুল ইসলাম, জাহিদুর রহমান জাহিদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুবদল নেতা রিয়াজ আহমেদ, মতিয়ার রহমান মতি, মোস্তাফিজুর রহমান মিঠুসহ প্রমূখ।
আর কে-০৪
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত