Saturday, October 12, 2024

শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষক নিহত

- Advertisement -

 শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় আহত মাওলানা আব্দুল আলিম যশোরী (৪০) নিহত হয়েছেন।  বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্দুল আলিম যশোরী শার্শা সদর ইউনিয়নের লাউতাড়া গ্রামের ইনসাফ আলীর ছেলে।  এর আগে তিনি গত ১৮ই সেপ্টেম্বর বিকালে তার শার্শার বাড়ি থেকে নাভারন যাওয়ার পথে শ্যামলাগাছি অটো রাইচমিলের সামনে দূর্ঘটনার কবলে পড়েন।এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।  আব্দুল আলিম যশোরী শার্শার লাউতারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।তিনি ত্রিমোহনী শ্যামলাগাছি মসজিদের ইমাম ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াত ইসলামি ওলামা বিভাগের দায়িত্বে পালন করে আসছেন দীর্ঘদিন। 

এদিকে আব্দুল আলিম যশোরীর মৃত্যুতে শার্শা সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত