Monday, October 14, 2024

লিবিয়া প্রবাসী রাকিব অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় দুইজন কারাগারে

- Advertisement -

যশোরের বাঘারপাড়ার চন্ডিপুর গ্রামের লিবিয়া প্রবাসী রাকিব অপহরণ ও মক্তিপণ দাবি মামলার আত্মসমর্পণকারী দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আসামিরা হলো, চন্ডিপুর গ্রামের লিটন হোসেন ও মারুফ হোসেন।

বুধবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

মামলার অবিযোগে জানা গেছে, বাঘারপাড়ার চন্ডিপুর গ্রামের ইটালি প্রবাসী আলমগীর হোসেনের পরামর্শে গত ৯ জানুয়ারি রাকিবকে বাড়ি থেকে ইটালি পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যায় তার সহযোগীরা। রাকিবকে তারা ইটালি না নিয়ে লিবিয়ায় পাচার করে দেয়। রাকিব লিবিয়ায় পৌঁছানোর পর আলমগীর ও তার সহযোগীদের বাকি পাওনা টাকা পরিশোধ করে পরিবার থেকে। কয়েকদিন যেতে না যেতে আলমগীর হোসেন ইটালি থেকে রাবিকের স্বজনকে ফোন করে জানায়, রাকিব অপহরণ হয়ে গেছে, ২৩ এপ্রিলের মাধ্যে মুক্তিপণ বাবদ ২৫ লাখ টাকা না দিলে হত্যা করবে বলে অপহৃতরা তাকে জানিয়েছে। এরপর আলমগীর ইটালি থেকে রাকিবে নির্যাতনের ছবি তার মায়ের মোবাইলে পাঠায়। ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ৪ জুন মা সেলিনা বেগম বাদী হয়ে ছয় জনকে আসামি করে যশোরের মানব পাচার দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এ মামলার এ দুই আসামি দীর্ঘদিন পলাতক থেকে হাইকোট থেকে জামিন নেয়।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় এ দুইজন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ওই আদেশ দিয়েছেন।

 

রাতদিন সংবাদ/আর কে-১৬

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত