Monday, October 14, 2024

যশোর বারিনগর হৈবতপুরে কৃষকদের নিয়ে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisement -

যশোর প্রতিনিধি: যশোর অঞ্চলে ফল ও সবজি বৃদ্ধি ও এর  রক্ষণাবেক্ষণার এবং এলাকায় একটি বিশেষায়িত কোল্ডস্টোর নির্মাণের বিষয়ে স্থানীয় কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার সকালে যশোর সদর উপজেলার বারিনগর ছোট হৈবতপুর  ব্রিজ সংলগ্ন মাঠে  যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয় কৃষকদের মধ্যে শাকসবজি রক্ষণাবেক্ষণ ও কৃষি খেত ও শাকসবজি চাষাবাদ সম্পর্কে ও এর সমাধানের লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মোঃ মাজেদুল হক, নুরুল হাসান সাগর, ওবায়দুর রহমান বাবু ও শ্যামল বাবু।

মতবিনিময় সভায় এ সময় কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মোঃ আখতারুজ্জামান খান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন পলাশ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হাসান, স্থানীয় কৃষি কর্মকর্তা একরামুল হোসেন হুমায়ুন কবির সহ আরো অনেকে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত