Friday, October 4, 2024

যশোরে ল’ইয়াস কাউন্সিল সাধারণ সভা

- Advertisement -

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেছেন, সমাজের সব ধরনের মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। তাই একজন আইনজীবী হিসেবে নিরপেক্ষ থেকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভ‚মিকা আহবান জানিয়েছেন তিনি।

রোববার শহরের পার্কভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সাধারণ সভায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি একথা বলেন।

সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইমামুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট আব্দুল লতিফ, রুহিন বালুজ, হাবিব কায়সার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট ওজিউর রহমান।

প্রধান মেহমান আরও বলেন, এখন আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা সত্যকে সত্য বলতে পারেনা মিথ্যাকে মিথ্যা বলতে পারে না। এ কারণে সাধারণ মানুষ আইনজীবীদের কাছে এসে অনেক সময় বঞ্চিত হয়। একজন আইনজীবীর ভিতরে স্বাধীন সত্তা না থাকার কারনেই এ সমস্যাটা হয়। তাই একজন আইনজীবীকে সব সময় ন্যায় ও সততার মাধ্যমে কাজ করা আহবান জানিয়েছেন তিনি।

 

রাতদিন সংবাদ/আর কে-০৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত