যশোরে চোরাইগরুসহ এক চোরকে আটক করা হয়েছে। তবে, এসময় আর এক চোর পালিয়ে গেছে। এ ঘটনায় ওই গুরুর মালিক দুই চোরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটক সাইফুজ্জামান নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। পলাতক আসামি মনিরুল ইসলাম যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
গরুর মালিক কাশিমপুর গ্রামের সহিদুল ইসলাম মামলায় উল্লেখ করেন, তিনি বৃহস্পতিবার রাতে তার গোয়াল ঘরে একটি গাভী ও একটি বাছুরকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার পর বাছুর ডাকাডাকি শুরু করলে ঘুম ভেঙে যায়। পরে দেখতে পান ৬০ হাজার টাকার গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি দেখতে পান পাঁচবাড়িয়া আমতলা মোড়ে ওই গাভী নিয়ে দুই আসামি হেঁটে যাচ্ছে। এসময় তাদের কাছে গেলেই মনিরুল দৌঁড়ে পালিয়ে যায়। অন্যদিকে গরুসহ হাতে নাতে সাইফুজ্জামানকে ধরে ফেলেন।
রাতদিন সংবাদ/আর কে-০৬