- Advertisement -
মোড়লগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে সারাদেশের ন্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি হিসেবে মোরেলগঞ্জ স্থানীয় নব্বই রাশি বাসস্ট্যান্ড সংলগ্ন আর এম হাসপাতালের সন্মূখে অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ শেখ হাসিনা সরকার পতনে ছাত্র জনতার হত্যার বিচারেরর দাবিতে প্রতিবাদ সভা করেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্ আউয়াল, থানা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে থানা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুলের নেতৃত্বে বিকেল পাচটায় মোরেলগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে মিলিত পথসভায় উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করা হয়।
আর কে-০৬
- Advertisement -