মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব এইচ এম সাইফুল ইসলাম ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস এর নেতৃত্বে মোরেলগঞ্জ বাজারের মেইন মেইন সড়কে অনুষ্ঠিত হয়েছে মশাল মিছিল।
শনিবার সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী’র গাড়িবহরে সন্ত্রাসী হামলা এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আলী দিদার’কে নির্মম ভাবে হত্যা করায় তিব্র নিন্দা ও ঘাতকদের শাস্তির দাবিতে মশাল মিছিল করে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল।
এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম সাইফুল ইসলাম মশাল মিছিল শেষে পথসভায় বলেন, স্বৈরাচার সরকার বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশে রয়ে গেছে তার সন্ত্রাসী বাহিনী যারা এখনও হুমকি চাঁদাবাজি সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বলি হোল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক আলী দিদার ভাই। আমরা মোরেলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই হামলা ও হত্যার সাথে জড়িতদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আর কে-০৩
- Advertisement -