মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য অধিদপ্তরধীন রাজশ্ব বাজেটের আওতায় মিশ্র কার্প জাতীয় পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিভিন্ন সরকারি ও বে-সরকারি উপজেলার বিভিন্ন সরকারি পুকুর ও স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠানিক উন্মুক্ত পুকুর ও জলাশয় মিশ্র কার্প জাতীয় ৫০৯ কেজি পোনা ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরধীন রাজস্ব বাজেটের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্মকর্তার কার্যালয় মোরেলগঞ্জ এর বাস্তবায়নে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বদরুদ্দোজা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীজন।
আর কে-০৩
- Advertisement -