মোরেলগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার ১৪ আগস্ট সারা বাংলাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন মসজিদে রাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ চাউলাপট্টি জামে মসজিদে পোর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ শরণখোলার নেতা অধ্যক্ষ আব্দুল আলিম।এসময় মূল্যবান বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব হাফেজ মতিউর রহমান, চাউলাপট্টি জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ আলী,মাওলানা মহসিন হোসাইন, মাস্টার মনিরুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম,মসজিদ কমিটির দপ্তর সম্পাদ আসলাম হোসেন প্রমূখ। অপরদিকে বারইখালী শাহজালাল টাউন জামে মসজিদ, বাস স্ট্যান্ড জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদ কমিটি ও স্হানীয় নিয়মিত মুসুল্লি ও বাজার ব্যবসায়ীদের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদে এশা নামাজ বাদ বিশেষ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পৃথক পৃথক মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য রাখার মধ্য দিয়ে আলোচনা সভা শেষে পৌর ও উপজেলা বিএনপির পূর্বের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দ্বিতীয় দিন অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে নব্বইরাশি বাসস্ট্যান্ড আর এম ক্লিনিক এর সম্মুখে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
আর কে-০৪
- Advertisement -