যশোর অফিসঃ সোমবার সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের অর্থনীতি বিভাগে অনুষ্ঠিত হলো সেমিনার-২০২৪।
“মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব:প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নাসিম রেজা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুল হক খান মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ আবু বক্কর সিদ্দিকী মহোদয় ও শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন স্যার।
সেমিনারে উপস্থাপনার দায়িত্ব পালন করে সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী এইচ এম ইমরান। চমৎকার উপস্থাপনের জন্য ইমরানকে বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক মেহের আফরোজ আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন। বিভাগের পক্ষ থেকে মেহের আফরোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শ্রোতা হিসেবে ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও অর্থনীতি বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
আর কে-১২