Thursday, October 3, 2024

মনিরামপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

- Advertisement -

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, বিএনপি নেতা সন্তোষ স্বর, জুলফিকার আলী ভ‚ট্টো, ফিরোজ হোসেন, মাষ্টার মতিয়ার রহমান, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, থানা ছাত্রদলের আহŸায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। পরে পৌরশহরে একটি বিশাল মিছিল বের করে।

অপরদিকে দক্ষিনমাথায় স্বেচ্ছাসেবক দলের অয়োজনে অনুরূপভাবে অবস্থান কর্মসূচি পালিত হয়। থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ডাঃ আলতাফ হোসেন, আসাদুজ্জামান মিন্টু, শামছুজ্জামান শান্ত, জাহাঙ্গীর বিশ্বাস, থানা যুবদলের আহবায়ক মোতাহ্রাুল ইসলাম রিয়াদ প্রমুখ।

কর্মসূচী শেষে শাস্তি শৃঙ্খলা বজায় রাখার আহবানে বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

আর কে-১৫

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত