Tuesday, October 15, 2024

মণিরামপুর প্রেসক্লাবে ১৭ পদের বিপরীতে ৩০ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

- Advertisement -

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল অনুযায়ী শনি ও রবিবার ২ দিনে কার্য নির্বাহী কমিটির ১৭ পদের বিপরীতে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ পূর্বক জমা দিয়েছে।

জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের প্রধান এ্যাড. মকবুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ১৭ পদের বিপরীতে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ পূর্বক জমা দিয়েছেন। প্রেসক্লারের এ নির্বাচনে সভাপতি পদে এস, এম মজনুর রহমান ও শাহিনুর রহমান পান্না, সহ-সভাপতি জি, এম ফারুক আলম, সহকারী অধ্যাপক নূরুল হক ও মোঃ ইলিয়াস হোসেন, সম্পাদক পদে মোঃ মোতাহার হোসেন ও আসাদুজ্জামান রয়েল, যুগ্ম সম্পাদক পদে আবু বক্কার, অশোক কুমার বিশ্বাস, মোঃ শরিফুল ইসলাম ও তাজ উদ্দীন আহমেদ বাঁধন, সাংগঠনিক পদে এস,এম সিদ্দিক, অর্থ সম্পাদক পদে ডাঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন ও আব্দুল্লাহ আল মামুন (সোহান), তথ্য প্রযুক্তি ও গবেষণা পদে মোঃ শফিয়ার রহমান ও তাজাম্মুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মোঃ রবিউল ইসলাম ও উজ্জ্বল রায়, প্রচার সম্পাদক পদে আলিমুন হোসেন ও হারুন-অর-রশিদ এবং নির্বাহী সদস্য পদে আব্দুল মতিন, মোঃ আব্বাস উদ্দীন, মনিরুজ্জামান, অধ্যাপক হোসাইন নজরুল হক, বোরহান উদ্দীন জাকির, ইউনুচ আলী, মাষ্টার আনিচুর রহমান, উৎপল বিশ্বাস ও মনোয়ার হোসেন।

তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই ১৭/০৯/২০২৪, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৮/০৯/২০২৪ এবং ভোট গ্রহণ ২৮/০৯/২০২৪ইং সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে।

 

আর কে-০২

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত