Saturday, October 12, 2024

মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, মজনু সভাপতি- মোতাহার সম্পাদক

- Advertisement -

মণিরামপুর প্রতিনিধিঃ এস,এম মজনুর রহমান (সমকাল ও লোকসমাজ) সভাপতি এবং মোতাহার হোসেন (যুগান্তর ও সমাজের কথা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে এসএম মজনুর রহমানের প্রাপ্ত ভোট সংখ্যা ৩১, মোতাহার হোসেনের প্রাপ্ত ভোট সংখ্যা ২৮। সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোষ্ট) ও জি,এম ফারুক আলম (যায়যায় দিন ও প্রতিদিনের কথা) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস (সকালের সময় ও প্রবর্তন) ২৮, ও আবু বক্কর সিদ্দিক (মানবজমিন) ২৫ ভোট, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন ( গ্রামের কাগজ) ২৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্বল রায় (গ্রামের কাগজ) ২৯ ভোট, প্রচার সম্পাদক পদে আলিমুন হসেন (প্রতিদিনের কথা) ২৫ ভোট, নির্বাহী সদস্য পদে বোরহান উদ্দীন জাকির (ইত্তেফাক) ২৯ ভোট, উৎপল বিশ্বাস (স্পন্দন) ২৮ ভোট, আব্দুল মতিন (নয়াদিগন্ত ও স্পন্দন) ২৪ ভোট, আব্বাস উদ্দীন (ভোরের ডাক ও প্রবাহ) ২১ ভোট এবং হোসাইন নজরুল হক (আমার সময়) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান (সত্যপাঠ), সাংঠনিক সম্পাদক পদে এস.এম সিদ্দিক (সময়ের খবর) এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (সোহান) (কালবেলা ও গ্রামের কাগজ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।
এ নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কার্য্যনির্বাহী কমিটির ১৪ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী করেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন এ্যাড. মকবুল ইসলাম, দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু এবং প্রভাষক ফজলুল হক।

আর কে-১০

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত