মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে একটি মৎস্যঘের থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে।
সোমবার দুপুরে দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ঘের থেকে লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার সকাল ৮টার দিকে মৎস্যঘেরে মরদেটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ সেখান থেকে এক নারীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরনে ছিল লাল রংয়ের সালোয়ার কামিজ। মরদেহের সুরতহালের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এলাকার লোকজন জানিয়েছেন, তারা ওই নারীকে কয়েকদিন ধরে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
আর কে-০৬