Sunday, October 13, 2024

বেনাপোল পুটখালি সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোলের পুটখালি সীমান্তে ভারত বাংলাদেশ শুন্য রেখা থেকে অঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে বিজিবি। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি এখনও।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ধারনা করা হচ্ছে ২দিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল খুরশিদ আনোয়ার জানান, দুই  দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়।
নিহত ব্যক্তি তার গায়ে একাধিক কোপের চির্ন রয়েছে। আমরা নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছি।
আর কে-০৪
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত