মণিরামপুর প্রতিনিধিঃ বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) মণিরামপুর শাখার পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ পর্যায়ের শ্রেষ্ঠ মাঠ সংগঠক পুরস্কার ২০২৩-২০২৪ লাভ করেছেন আঞ্জুমানারা খাতুন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা লাভ করেন।
রোববার বিকালে মণিরামপুর বিআরডিবি অফিসে কক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শামনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিইও বিশ্বজিৎ ঘোষ এ সম্মাননা স্মারক ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা প্রদান করেন।
এ সময় বিআরডিবি’র সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আঞ্জুমানারা খাতুন ১৯৯৫ সনে বিআরডিবি’তে যোগদান করেন। তিনি মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের শামছুর রহমান ও খোদেজা বেগমের মেয়ে। এই পুরস্কারে ভূষিত হওয়ায় তিনি অনুভূতি প্রকাশ করে জানান, “কাজের স্বীকৃতি পাওয়ায় বেশ ভালো লাগছে। পুরস্কার স্টাফদের মধ্যে কাজের প্রতিযোগিতা সৃষ্টি করে। এতে করে অফিসের কাজের গতি বৃদ্ধি পায় বলে মনে করি।”
আর কে-০১