Saturday, October 5, 2024

বাড়ি বিক্রির পর রেঞ্জ রোভার গাড়ি কিনলেন কঙ্গনা

- Advertisement -

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি ১৭ কোটি টাকার বেশি লাভে বান্দ্রার পালি হিলের বাংলো বিক্রি করেছেন এই সুন্দরী। এবার গাড়ি কিনলেন কঙ্গনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আর এই রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এলডব্লিউবি মডেলের গাড়িটি ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৮ লাখ টাকার বেশি) লেগেছে কঙ্গনার।

এদিকে ‘তেজাস’ অভিনেত্রীর সেই গাড়িসহ ছবি পোস্ট করেছেন রেঞ্জ রোভারের শোরুম কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, সিলভার রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কঙ্গনা। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘অভিনন্দন বলিউড কুইন কঙ্গনা রানাউত। রেঞ্জ রোভার দিয়ে নতুন রাইড শুরু করলেন।’ আরও একটি ছবিতে দেখা যায়, গাড়ি কেনা উপলক্ষে পূজার আয়োজন করেছেন কঙ্গনা।

এই মুহূর্তে ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি নিজেই পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমাটির মুক্তির নিয়ে জটিলতায় পড়তে হয়েছে তাকে। পেয়েছেন হত্যার হুমকিও।

অনলাইন ডেস্ক।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত