আজম খান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ রোববার যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আয়োজনে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে পিএফজি এর মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার চৌরাস্থায় এ সংক্রান্ত বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বাঘারপাড়া পিএফজি এর কোঅর্ডিনেটর ইকরামুল কবির মিঠু, পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, স্থানীয় প্রতিনিধি আবু দাউদ, সেলিম রেজা এবং মাসুদ আলম টিপু। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের পক্ষ থেকে বক্তব্য রাখেন এস, এম, রাজু জবেদ।
উপস্থিত ছিলেন পিস এ্যম্বাসেডর প্রণয় কুমার সরকার, দিলরুবা পারভিন, হাফিজুর রহমান, ওয়াইপিএজির ছাত্রদলের সহসমন্বয়ক সায়মন সিদ্দিকি , নুসরাত জাহান মৌমি। বক্তরা এসময় বলেন, একটি স্বাধীন দেশে সকলের স্বাধীনভাবে বসবাস করার নাগরিক অধিকার রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে যা কোনভাবে কাম্য নয়। বিশেষ করে সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি পোড়ানো ও সম্পদের ক্ষয়ক্ষতি একটা সমাজের জন্য খুবই ক্ষতিকর দিক বলে গন্য হয়।
সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সকলে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার পদক্ষেপ গ্রহন করবে বলে জনগনের প্রতি প্রত্যাশা ব্যাক্ত করা হয়।
আর কে-০২
- Advertisement -