বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ সরকার পতনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতে শনিবার যশোরের বাঘারপাড়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে থানা চত্বরে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর সেনা বাহিনীর মেজর জেনারেল (জিওসি) মাহবুবুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, বিএনপি নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের সি্িদ্দকী, মশিউর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, বিএনপির উপজেলা কমিটির আহবায়ক শামছুর রহমান, ইসলামি আন্দোলনের উপজেলা কমিটির নেতা মাওলানা আবু তাহের, মাওলানা বেলাল হোসাইন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রায়পুর ইউপি চেয়ারম্যান মুনজুর রশীদ স্বপন, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সব্দুল হোসেন খান, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোস কুমার অধিকারী, প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন ও জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
আর কে-০৭