আজম খান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় ছাত্র জনতার ব্যানারে বাজার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় পরিচালিত এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে (পিএফজি) কমিটির সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার নতুন সূর্য উদয়ের পর দেশ ব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল সকালে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের (বাগডাঙ্গা ঘোষনগর) বাজারে পিএফজি কমিটির সদস্য,সাংবাদিক সাঈদ ইবনে হানিফ, এর আহবানে স্থানীয় ২৫ জন ছাত্র জনতা কে সাথে নিয়ে বাজারে বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। প্রায় ৪ ঘন্টা ব্যাপী এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী সহ বেশ কয়েকজন সাধারণ জনতা ও অংশ গ্রহণ করেন। সাধারণ মানুষ এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
এসময় শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা বজায় রাখতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ।
আর কে-০২
- Advertisement -