Sunday, November 10, 2024

বাঘারপাড়ায় প্রবীণ আওয়ামীলীগ নেতা মুশারফ হোসেন আর নেই

- Advertisement -

বিশেষ প্রতিনিধি, বাঘারপাড়া(যশোর) : বাঘারপাড়ার প্রবীণ  আওয়ামীলীগ নেতা ও সাবেক ক্রীড়া সংগঠক মুশারফ হোসেন আর নেই। শুক্রবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার কড়াইতলা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মুশারফ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।  শুক্রবার দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তঁকে সমাহিত করা হয়। মুশারফ হোসেনের ছেলে শাহীন আহম্মেদ বলেন, বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্লা, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন প্রমুখ। জানা গেছে, মুশারফ হোসেন ১৯৬৯ সালে থেকে টানা ৮ বছর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বাঘারপাড়া আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন। তিনি আওয়ামীলীগের দুঃসময়ে দলকে সুসংগঠিত রাখতে নিয়মিত অর্থ সরবরাহ করতেন। আরও জানা যায়, মুক্তিযুদ্ধ শুরু হলে অন্য মুক্তিযোদ্ধাদের সাথে প্রশিক্ষণ নিলেও শেষ পর্যন্ত পারিবারিক কারনে আর যুদ্ধে যাওয়া হয়নি। এমনকি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের সনদ ব্যবহার করে রাষ্ট্রের কোনো সুযোগ-সুবিধাও তিনি নেননি।

রাতদিন সংবাদ,জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত