মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালীর শহীদ মাহাফুজুর রহমানের কবর জিয়ারত করলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দলনে ঢাকা মিরপুর আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলেন।
গত ১৯ জুলাই মিরপুর গোলচত্তরে গুলিতে শাহাদাৎ বরণ করেন।
উপজেলার গুলিশাখালী বাজার সংলগ্ন তার পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শুয়ে আছেন বীর শহীদ মাহাফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহাদাত হোসাইন, জামায়াত নেতা অধ্যক্ষ অব্দুল আলিম, উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জব্বার মোল্লা, পৌর বিএনপির সদস্য সচীব শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ এবং জামায়াত ও বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আর কে-০২
- Advertisement -