Tuesday, October 15, 2024

বন্যার্তদের গৃহ মেরামতে মৈত্রী ভলান্টিয়ার্স

- Advertisement -

মৈত্রী ভলান্টিয়ার্স শনিবার (২১ সেপ্টেম্বর) খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের ভেঙে যাওয়া ঘর মেরামতের জন্য ৪০ পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে।

হরিণখোলা প্রাইমারি স্কুলে নির্বাচিত পরিবারের প্রতিনিধিদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন মৈত্রী ভলান্টিয়ার্স’র আহবায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু। তার সাথে ছিলেন হারুন অর রশীদ, মফিজুর রহমান রুননু, তরিকুল ইসলাম তারু, আলাউদ্দিন আহম্মদ, বাবুল হাফিজ, চন্দন বিশ্বাস, দীপ কামাল ও সাদ্দাম হোসেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাচাই বাছাই করে নির্বাচন করেন জেসিএফ’র পাইকগাছা শাখার কর্মীরা দুরুল মল্লিক। তিনি হরিণখোলা, নয়া, কালিনগর, দূর্গাপুর, তেলিখালি, সৈয়দখালি, বিগড়দানা, ফুলবাড়ী ও রাধানগর গ্রামের বাড়ি বাড়ি যান এবং ক্ষতির পরিমাণ দেখে ৪০ পরিবারকে নির্বাচন করেন। শাখা ম্যানেজার ফরিদুল ইসলাম ও জোনাল ম্যানেজার আরিফুর রহমান তার এই কাজে সহায়তা করেন।

রাতদিন সংবাদ/আর কে-০৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত