মিরাক্কেল খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল ও সামান্তা পারভেজ জুটির নতুন নাটক ‘পরজনমের প্রেম’। নাটককটি রচনা ও পরিচালনা করেছেন প্রিন্স রোমান পিকিউ। রোববার নাটকটি কথাছবির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক এটি। পরজনমের প্রেম নাটকটির গল্পের বিষয়ে নির্মাতা প্রিন্স রোমান পিকিউ বলেন, একটি অমীমাংসিত প্রেমের গল্ল, যেখানে মিলনের সাথে শিউলির পরিণয় দেখানো হয়।
মিলন একজন ছিঁচকে চোর। চুরি করতে গিয়ে শিউলিকে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায় এবং শিউলির অসহায়ত্ব দেখে এগিয়ে আসে। এদিকে শিউলিকে গ্রাম থেকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে শহরে নিয়ে আসে শিউলির নিকটাত্মীয় মোকলেস। কিন্তু মোকলেস নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। মিলন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মোকলেস শিউলিকে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছে। তবে তার কথা কেউ আমলে নেয় না, কারণ সে একজন চোর। এভাবেই গল্প এগোতে থাকে।
প্লাস্টিক সার্জারি ইস্যুতে মুখ খুললেন পূজা চেরী
সাইদুর রহমান পাভেল ও সামান্তা পারভেজ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, হারুন রশীদ বান্টি, শাহীন মৃধা, শাফিজ মামুন-সহ আরও অনেকেই।